ফিল্যান্সারদের সরকারি সুবিধা দিতে সরকার সচেষ্ট: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বর্তমান সরকার ব্যবসাবান্ধব। বাংলাদেশি পণ্য বিশ্বব্যাপী অনলাইন মার্কেটে বিক্রিতে এবং ফ্রিল্যান্সারদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করার বিষয়ে সার্বিক সহায়তা দেওয়া হবে। অনলাইন ফিল্যান্সারসহ সবাই যেন সরকার কর্তৃক প্রদত্ত সব সুবিধা গ্রহণ করতে পারে, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেষ্ট।’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশ ফ্রিল্যান্সারস ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) এক প্রতিনিধিদল আগারগাঁওয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় বিএফডিএসের চেয়ারম্যান তানজিবা রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।