টাঙ্গাইলের কালিহাতী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি বেকু ধ্বংস

আলামিন খান টাঙ্গাইল প্রতিনিধি,

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও  নিবার্হী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপার নেতৃত্বে বুধবার দুপুর ২টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এলেঙ্গার বাঁশিতে অবৈধভাবে লৌহজং নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৮০ লক্ষ টাকার দুটি এক্সেভেটর বেকু জ্বালিয়ে ধ্বংস করা হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন সরকার ও জনগণের স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।