সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কাউটসের পক্ষে গ্রুপ স্কাউটপ সভাপতি কে সংবর্ধনা প্রদান

ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নবাগত প্রধান শিক্ষক ও স্কাউটস গ্রুপ সভাপতি হিসেবে যোগদান করায় নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  ১৬ আগস্ট বুধবার প্রাত্যহিক সমাবেশে সকাল সাড়ে ৯টায় স্কাউটস ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় ও তত্ত্বাবধানে কালীগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক ও স্কাউটস গ্রুপ সভাপতি মোঃ আব্দুল হামিদকে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় স্কাউট ও গার্লস ইন স্কাউট এর পক্ষ থেকে ফুল ও মূল্যবান বই দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাসান, মোঃ আব্দুল আলিম, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস ইউনিট লিডার মোঃ শাহিনুর রহমান ও ইউনিট লিডার সৈয়দ মোমিনুর রহমান, গার্লস ইন স্কাউটসের ইউনিট লিডার শিরিনা সুলতানা, গার্লস ইন স্কাউটস এর সিনিয়র উপদল নেতা ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, বয়েজ ইন স্কাউটসের সিনিয়র উপদল নেতা মোঃ নাহিদ হাসান, মোঃ নাইম হোসেন, শামিউর রহমান সজিব, বিল্লাল হোসেন, মোঃ মাসুদ রানা প্রমূখ। উল্লেখ্য ২০১৭ সালে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারিকরণ হওয়ার পর এই প্রথম প্রধান শিক্ষক হিসাবে সরকারিভাবে যোগদান করলেন।