গাজীপুরের গাছা ও হাতিমারা ৩ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

গাজীপুর সিটি করপোরেশনের গাছা ও কাশিমপুরের হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দিনব্যাপি এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাকসুদুল ইসলাম।  গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা ও কাশিমপুরের হাতিমারা  এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। গাছা এলাকার পদ্মা ব্রিজ ব্রিকস ও শাপলা ব্রিকস ইঁটভাটা মালিককে  ৬ লাখ টাকা করে ১২ লাখ টাকা জরিমানা আদায় না হওয়ায় অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম  কারাদন্ড প্রদান করা হয়। কাশিমপুরের হাতিমারা  পল্লী ব্রিকসকে  ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার গাজীপুর র‌্যাব-১, ফায়ার সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ উপস্থিত
ছিলেন ।