কাজিপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ কাজিপুরে নির্বাচন উত্তর প্রতিহিংসা বশত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা হক, স্বামী তোজাম্মেল হক ও দুই ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবারের পক্ষ থেকে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন উত্তর কাজিপুরে নির্বচনী প্রতিহিংসা বশত উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী পরিবারের সদস্য জনপ্রিয় নারী নেত্রী সুলতানা হক তার স্বামী নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম সরকার ও দুই ছেলের উপর অতর্কিত হামলা চালিয়ে রামদা,চাইনিজ কুড়াল,হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত  জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। 
এমন সন্ত্রাসী হামলার ঘটনায় নাটুয়ারপাড়াসহ উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
এমন সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আহতদের পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুত্রে জানাযায়, 
সারাদেশে ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ঐতিহ্য বাহি আওয়ামীলীগ পরিবারের সদস্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা হক ও তার স্বামী নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার এবং তার দুই ছেলে মোটরসাইকেল নিয়ে গত ৪ এপ্রিল ২০২৪ ইং তারিখে রাত্রি  নয়টার দিকে ভোটারদের সাথে মতবিনিময়সভা ও নির্বাচনী প্রচারণা কাজে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের গোয়াল বাথান গ্রামে যাওয়ার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার রুপসা বাজারে অবস্থিত নয়নের দোকানের সাম্মুখ পৌছা মাত্রই আগে থেকেই ওৎ পেতে থাকা নির্বাচনের প্রতিপক্ষের তেকানী ইউনিয়নের পার খুকশিয়া গ্রামের শাহিনের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে 
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতানা হক,তার স্বামী নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম সরকার এবং দুইছেলে মোঃ সোহেল রানা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র মাহবুবুর রহমান দ্বীপুর উপরে আক্রমণ করে রামদা, চাইনিজ কুঠাল,লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত ও মারপিট করে রক্তাক্ত মারাত্মক ভাবে আহত করে। 
এসময় নির্বাচনী প্রচারণা কাজে তাদের ব্যবহৃত আর ওয়ান ফাইব মটর সাইকেল খানাও ভেঙে চুরমার করে। 
এসময় তাদেরআত্মচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে মারাত্মক রক্তাক্ত আহতবস্থায় উদ্ধার করে। এবং নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে এস,আই মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যগন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং ভাংচুরকৃত মোটরসাইকেল খানা উদ্ধার করে। বর্তমানে মোটরসাইকেল খানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানাগেছে। 
আহতদের অবস্থা বেগতিক দেখে দ্রুত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। 
গত ৭ এপ্রিল দুপুরে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকা অফিসে 
আহতদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, উপজেলা আওয়ামীলীগ এবং স্থানীয় প্রশাসনের কাছে আশুহস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারের লোকেরা।
 
উল্লেখ্যঃ-
কাজিপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী পরিবারের সদস্য জনপ্রিয় নারী নেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক এর পিতা আলহাজ্ব ইসাহাক উদ্দিন সরকার ওরফে ইসাহাক উদ্দিন কন্ট্রাক্টর সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য কাজিপুর তথা সিরাজগঞ্জের মাটি ও মানুষের প্রয়াত নেতা শহীদ এম মনসুর আলী, তার পুত্র প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং তার পুত্র সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির অত্যান্ত আস্থা ভাজন সুলতানা হক আরো জানান, প্রকৃত ঘটনাটি আড়াল করে নির্বাচনে জনপ্রিয়তা বিনস্টের পায়তারায় প্রতিপক্ষের লোকেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজিপুরের ঐতিহ্য বাহি আওয়ামীলীগ পরিবারের সুনাম বিনস্ট করন, আমাদের জনপ্রিয়তা বিনস্ট করন এবং সামাজিক ভাবে হেয়পতিপন্য করতে পরিবারের মাদকাসক্ত সদস্যকে লেলিয়ে দেয়াসহ বিভিন্ন কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে মিথ্যে প্রবাগন্ডা ও
অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তারা।