ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকার ঢানমন্ডির পানসি চাইনিজ রেষ্টুরেন্ট এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মো. মিজানুর রহমানের সঞ্চালনায়, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। 

এতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ আসাদুল হক, সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান,, , চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

শুভেচ্ছা বক্তব্যে ড. শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের কাছে, জনতা উচ্চ বিদ্যালয় হতে খাষপুখুরিয়া পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ, উপজেলা সদর হতে বাঘুটিয়া পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ, জোতপাড় বাজার থেকে জনতা স্কুল পর্যন্ত পাকা রাস্তা দ্রুত বাস্তবায়ন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনডোর চালু সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল বলেন- ঢাকায় বসবাসরত ও চৌহালী থেকে আগত এতো মানুষের উপস্থিতি আমাদের ইফতার মাহফিল মিলন মেলায় রুপ নিয়েছে। তিনি আরও বলেন এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা সবাই এক হয়ে চৌহালীর উন্নয়নে ভুমিকা রাখবো। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেন- যে কোনো সমিতি এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করে। চৌহালী উপজেলা রাজশাহী বিভাগের মধ্যে একটা চরাঞ্চল। দেশের অন্যান্য উপজেলায় যেভাবে উন্নয়ন করা সম্ভব চৌহালীর ভৌগোলিক অবস্থার কারণে সেভাবে উন্নয়ন করা সম্ভব না। তারপরও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ভেঙে যাওয়া উপজেলাকে নতুন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। চৌহালীর উন্নয়নে স্থানীয় ইউপি চেয়ারম্যানদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

জানা যায় নিজস্ব অর্থায়নে এ ইফতার মাহফিলের আয়োজন করেন চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মন্ডল। এছাড়াও স্থায়ী ভবন নির্মাণের জন্য ঢাকার আমিন বাজারে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে জমি ক্রয় করা হয়েছে। এ অনুষ্ঠানে চৌহালীর কৃতি সন্তান ও চৌহালী উপজিলা কল্যাণ সমিতির আজীবন সদস্য ড.শাহ্ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী ডক্টরেট ডিগ্রী (পিএইচডি) অর্জন করায়
সমিতির পক্ষ থেকে সম্মাননা সারক তুলে দেন সংগঠনের সভাপতি শিল্পপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ০৫ এর এমপি জনাব আবদুল মোমিন মন্ডল। সবশেষে সংগঠনের সভাপতি ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।