কাজিপুরে খলিলুর রহমান সিরাজী'র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে জনসাধারণের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী'র নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত।

আগামী ৮ মে ২০২৪ আসন্ন কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাজিপুর সদর ইউনিয়নের বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সিংড়াবাড়ী,বেতগাড়ী, প্রজারপাড়া,বিলদুয়ারিয়া এবং গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম ও দুবলাই গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময়সভা করেছেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান সিরাজী। 

গত (২১ মার্চ ২০২৪)বৃহস্পতিবার বিকেলে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, জিয়াউর রহমান স্বাধীন,যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম, কাজিপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, অধ্যক্ষ মনৌজ রায়, ৩ নং ওয়ার্ডের সভাপতি আলতাফ হোসেন, গান্ধাইল ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর হোসেন, ৯ নং ওয়ার্ডের মুরুব্বি আব্দুল বারিক, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মানিক মিয়া , ৮ নং ওয়ার্ডের আলহাজ্ব আনোয়ার হোসেন।

বক্তাগন বলেন,আগামী ৮ মে ২০২৪ আসন্ন  কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান সিরাজী কে কাজিপুর ইউনিয়ন ও গান্ধাইল ইউনিয়ন এবং আশপাশের এলাকার ভোটারদের শতভাগ ভোট দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ । 

খলিলুর রহমান সিরাজী একজন সৎ, যোগ্য ও ন্যায়নিষ্ঠাবান এবং আপামর জনতার আস্থাশীল সফল চেয়ারম্যান। কাজিপুর বাসির প্রাণ প্রিয় নেতা স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজিপুরের যে কোনো উন্নয়ন অব্যহত রাখতে একজন যোগ্য উপজেলা চেয়ারম্যান দরকার। আর যোগ্যতার মাপকাঠিতে উপজেলা চেয়ারম্যান পদে যে সকল পদপ্রার্থী অংশ গ্রহণ করেছেন তাদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান  মোঃ খলিলুর রহমান সিরাজীই উপযুক্ত হিসেবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে কাজিপুর উপজেলার উন্নয়ন অব্যাহত থাকবে বলেই আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি। আর সে কারণেই তিনি জনসাধারণের মাঝে ভোট চেতে এসেছেন। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান সিরাজী ভোট প্রার্থনা করে  বলেন, স্থানীয় ভাবে কেবল মাত্র রাজনৈতিক নেতা হিসেবেই নয়,উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজিপুরের
সকল উন্নয়ন কাজে মাননীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের দিকনির্দেশনায় আমি সকল উন্নয়ন কাজসহ সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছি। 
আমার নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয় এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কাজ করার লক্ষনিয়েই উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বিগত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আমি যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে থেকেই কাজ করে এসেছি । আমাকে আপনারা যখন যেভাবে ডেকেছে সেভাবেই সারা দিয়ে কাজ করে এসেছি । আগামী ৮ মে ২০২৪ তারিখ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে জয়যুক্ত করে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকল শ্রেনী পেশার মানুষের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।