সাতক্ষীরা কালীগঞ্জে ৩টি ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

শেখ মারুফ হোসেন কালীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক তিনটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় তিনটি ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার চৌকস  সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী। ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, প্রয়োজনীয় লজিস্টিক না থাকায় ও মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার নলতা সদরের ইউনিক ক্লিনিককে পঞ্চাশ হাজার টাকা, নলতার আহসানুল্লাহ ক্লিনিককে দশ হাজার টাকা ও মৌতলা স্ট্যান্ডের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অংশগ্রহন করেণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকসহ কালিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমনিভাবে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানাগেছে।