ফিলিস্তিনি ১১ হাজার শিশু হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিশু-কিশোরদের প্রতিবাদসমাবেশ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ "যুদ্ধ উন্মাদনা নয়, যুদ্ধাস্ত্র নয়,  সংস্কৃতি হোক বিশ্ব শান্তির হাতিয়ার"ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানবিক বিশ্ব গরতে বিশ্বের সকল শিশু কিশোররা ঐক্যবদ্ধ হও '' যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হোক শিল্পচর্চা ও সংস্কৃতি"" এ প্রতিপাদ্য নির্ধারণ করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলার আয়োজনে ২৭শে জানুয়ারী,শনিবার, সিরাজগঞ্জ শহরের  হৈম বালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বিচারে ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে  শিশু-কিশোর প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কৃতির প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর  পরি্ষদ সিরাজগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল এ খোদা লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও যুবলীগ নেতা  সঞ্জয় সাহা । 
অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল পরিষদ সিরাজগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  ফজলুল হক খান। শিশু কিশোরদের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রায় সহস্রাধিক শিশু-কিশোরেরা  ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ইজরায়েল কর্তৃক গাজায় শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে। পরে শিশু কিশোরদের অংশগ্রহণে বিতর্ক,রচনা, বাংলা হাতের লেখা, নৃত্য, অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।