জাতীয় ক্রীড়া পুরস্কারের আবেদন আহ্বান

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। সাবেক খেলোয়াড়, সংগঠকরা সারা জীবন এই স্বীকৃতির জন্য অপেক্ষায় থাকেন। আগে এই পুরস্কার ছিল অনিয়মিত। এখন অবশ্য ধারাবাহিকভাবে এই পুরস্কারের কার্যক্রম চলছে।

 

২০২৪ সাল মাত্র শুরু হয়েছে। নতুন বছরের শুরুতেই ২০২৪ সালে ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ, ফেডারেশনের মাধ্যমে খেলোয়াড়, সংগঠকরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবার কেউ চাইলে সরাসরি ব্যক্তিগতভাবেও মন্ত্রণালয়ে আবেদন পৌঁছাতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি আবেদনের সময়সীমা।

২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২১ ও ’২২ সালের ক্রীড়া পুরস্কার সব কিছু চূড়ান্ত শুধু অনুষ্ঠান আয়োজন বাকি। সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার শেষ কর্মদিবসে সভা করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের তালিকা চূড়ান্ত করেছেন। এখন এই তালিকা আরো অনুমোদনের জন্য উর্ধ্বতন পর্যায়ে যাবে।

 

২০২৩ সালের তালিকা শেষ করার পর পরই ’২৪ সালের আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।