জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন

এস,এম মহসিন উদ্দিনঃ ১৪ ডিসেম্বর ২০২৩ইং বৃহস্পতিবার সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত পত্রে এম হাফিজুর রহমান শিমুল কে সভাপতি ও শেখ নাজমুল হোসেন কে সাধারণ সম্পাদক করে জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করা হয়।

কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, ঢাকা জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন উদ্দিন।

জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা নব-গঠিত কমিটি নিম্নরুপঃ

.১। এম হাফিজুর রহমান শিমুল ( সভাপতি ) 

২। এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু ( সহ-সভাপতি )

৩। প্রভাসক সেলিম শাহারিয়ার ( সহ-সভাপতি )

৪। মোঃ ইশারাত আলী ( সহ-সভাপতি )
 
৫। শেখ নাজমুল হোসেন ( সাধারণ সম্পাদক ) 

৬। শেখ আসিফ হোসেন মারুফ ( যুগ্ম-সাধারণ সম্পাদক ) 

৭। প্রভাসক মোঃ মহিবুল্লাহ ( যুগ্ম-সাধারণ সম্পাদক ) 

৮। শেখ আতিকুর রহমান ( সাংগঠনিক সম্পাদক ) 

৯। মোঃ শিমুল হোসেন ( সহ-সাংগঠনিক সম্পাদক )

১০। মোঃ আলমগীর হোসেন মোড়ল ( দপ্তর সম্পাদক ) 

১১। মোঃ শাহাদৎ হোসেন ( কোষাধ্যক্ষ ) 

১২। তাপশ কুমার ঘোষ ( তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক )

১৩। আব্দুল কাদের ( ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক )

১৪। মুন্সি আরাফাত আলী ( প্রচার ও প্রকাশনা সম্পাদক )

১৫। জি এম জাহিদুর রহমান ( নির্বাহী সদস্য )

১৬। মোঃ রফিকুল ইসলাম ( নির্বাহী সদস্য )

১৭। মোঃ আব্দুস সাত্তার ( নির্বাহী সদস্য )