নতুন শুরু নিয়ে উচ্ছ্বসিত হাথুরুসিংহে

খবরটিভি ডেস্কঃ ভারতে বাজে বিশ্বকাপ পার করেছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন শুরু করছে টাইগাররা। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার দলে না থাকায় অন্য একদিক থেকেও এটি নতুন শুরু। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ওই নতুন শুরু নিয়ে উচ্ছ্বসিত। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ডিসেম্বর দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। ওই সিরিজের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, ‘অনেক কারণেই এটা অনেকটা নতুন চেহারার একটি দল। আমরা প্রস্তুত, আমরা টেস্ট সিরিজ শুরু করতে মুখিয়ে আছি।’ 

বিশ্বকাপে ইনজুরিতে পড়ে শেষ ম্যাচ মিস করেন অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে ফেরা হচ্ছে না তার। ইনজুরির কারণে এবাদত হোসেন বিশ্বকাপে যেতে পারেননি। ইনজুরি আছে তাসকিন আহমেদের। অন্য দিকে ব্যক্তিগত কারণে তামিম ইকবাল ও লিটন দাস দলে নেই। 

তাদের মতো ১০-১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞদের ছাড়া খেলা কঠিন মনে করছেন কোচ হাথুরুসিংহে। তবে নতুনদের ভালো সুযোগও দেখছেন তিনি, ‘লম্বা সময় যারা খেলছে তাদের ছাড়া সামনে  এগিয়ে যাওয়ার সময় এটা। তারা সারাজীবন খেলবে না। অনেক কারণে নতুন করে শুরু করতে হয়। তবে এই নতুন শুরু নিয়ে আমি উচ্ছ্বসিত।’ 

সাকিব-লিটন না থাকায় নিউজিল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। পেস আক্রমণে আছেন শরিফুল, খালেদ আহমেদ, হাসান মাহমুদ। স্পিন আক্রমণে তাইজুল-মিরাজের সঙ্গে আছেন হাসান মুরাদ। মিডলে অভিজ্ঞ মুমিনল-মুশফিক থাকলেও টপ অর্ডারে জাকির হাসান-মাহমুদুল জয় ও সাদমানরা তুলনামূলক কম অভিজ্ঞ।