বিছানা আর হুইল চেয়ারে বন্দী বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও কথাসাহিত্যিক আবদুর রশীদ

মোঃশহিদুল ইসলাম বাবু

বিছানা আর হুইল চেয়ারে বসে মানবেতর জীবনযাপন করছেন মাগুরার মহম্মদপুর উপজেলার গর্ব, আমাদের অহংকার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক আবদুর রশীদ যশোরী স্যার। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাত থেকে ২০০১ সালে (বাংলাদেশ ব্যাপি) জাতীয় শ্রেষ্ট শ্রেনি শিক্ষক হিসেবে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহণ করেন আবদুর রশীদ যশোরী।

 সাহিত্যিক হিসেবেও রয়েছে ব্যাপক সুনাম। যার প্রায় ৯০টি বই প্রকাশিত হয়েছে এবং অনেক পান্ডুলিপি অপ্রকাশিত রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সম্পাদনাও করেছেন। 

দেশের বিভিন্ন এলাকা থেকে সাহিত্য সম্মাননা পেয়েছেন  একাধিকবার। এই গুনি ব্যাক্তির জন্য গর্বিত মহম্মদপুর  উপজেলাবাসী। 

বহু গুনের অধিকারী অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক আবদুর রশীদ যশোরী স্যার অর্থনৈতিক ভাবেও অসহায় হয়ে পড়েছেন। যার প্রতি মাসে ঔষুধের খরচ ৫ থেকে ৬ হাজার টাকা।