সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক 

পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার গ্রেপ্তার করা হয়েছে সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইলকে। পিটিআই’র টুইটার একাউন্ট থেকে তার গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। যদিও কখন কীভাবে গ্রেপ্তার হয়েছেন ইসমাইল তার বিস্তারিত জানানো হয়নি। টুইটারে এই গ্রেপ্তারের ঘটনাকে ‘ফ্যাসিবাদ’ বলে আখ্যায়িত করেছে ইমরান খানের দলটি। এটি পাকিস্তানের জন্য লজ্জ্বাজনক বলেও উল্লেখ করা হয় ওই টুইট বার্তায়।