গাজীপুরে বাসায় ঢুকে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক  

গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়া আক্তার (২১) নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে গৃহ শিক্ষক। হত্যাকাণ্ডে বাধা দেয়ায় ওই শিক্ষার্থীর মা ও তিন বোনকেও কুপিয়ে আহত করেছে সে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের বাবা। সোমবার  দিবাগত রাতে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহ শিক্ষক সাইদুল ইসলাম পলাতক রয়েছে। নিহত রাবেয়া আক্তার গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।