কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইমন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও ইফতার মাহফিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ  সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, থানার  ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান, থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, কালিগঞ্জ রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান সাফিয়া পারভীন, চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সশেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সেক্রেটারী শেখ নাজমুল ইসলাম, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উপজেলা সেক্রেটারী শেখ আব্দুল করিম মামুন হাসান, খবর টিভির স্টার রিপোর্টার শেখ আল-নূর আহম্মেদ ইমন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ব্যাংকের ব্যাবস্থাপকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঠিকাদার ও ব্যবসায়ীবৃন্দ, প্রেসক্লাবসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওঃ আশরাফুল ইসলাম আজিজী।