গাজীপুরে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্পের এর আওতায় শিক্ষার্থীদের জন্য শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর সরকারি মহিলা কলেজের একটি শ্রেণি কক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শিক্ষার্থীদের শব্দ সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালায় শব্দ দূষণ সম্পর্কে সচেতন আহ্বান জানানো হয়েছে।

আবাসিক, অনাবাসিক,মিশ্র এলাকা, ব্যবসায়িক এলাকা, শিল্প এলাকা, অফিসপাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালের আশপাশেও শব্দ দূষণের তীব্রতা মারাত্মক আকার ধারণ করেছে। যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাই শব্দ দূষণের মতো মারাত্মক ঘাতক সম্পর্কে সকলের সচেতন হওয়া জরুরী।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর উপপরিচালক মোঃ নয়ন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

কর্মশালায় মূল বক্তব্যে বলা হয়, নগর জীবনে আমরা অসহনীয় শব্দের সঙ্গে বসবাস করছি। এই শব্দ দূষণ প্রধান ৩০টি রোগের কারণ। শব্দ দূষণের ফলে শ্রবণ শক্তি কমে যায়, কার্যক্ষমতা কমে যাওয়া, মানসিক অশান্তি এবং ঘুমের সমস্যা দেখা দেয়। প্রবন্ধে শব্দ দূষণের উৎসসমূহ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মশালায় বক্তারা শব্দ দূষণের জন্য অপিকল্পিত নগরায়ন ও শিল্পায়নকে দায়ি করে এবিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এবি.এম ইসমাইল হোসেন খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনসহ অন্যরা।