শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে গাজীপুরে মানববন্ধন

মোঃ জসিম উদ্দীন, গাজীপুর : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে গাজীপুরের শিক্ষক ও অভিভাবকরা  বাসন থানা আয়োজিত শিক্ষক ও অভিভাবকরা মহানগরীর চান্দনা চৌরাস্তা  চান্দনা উচ্চ বিদ‍্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেন । আব্দুস সামাদ মাস্টারের সভাপতিত্বে হাজী আহমদ আলী মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শহীদ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতেখড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা, মোঃ শহিদুল্লাহ মিঠু, সোনাবান মেমোরিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ তমিজুল ইসলাম, এম এ বারী শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ ইসমাঈল হোসেন, লায়ন শারফুল ইসলাম, হান্নান সরকার। অভিভাবকরা বলেন, যেখানে দেশের সবকিছু চলমান সেখানে দিনের পর দিন এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় পিছিয়ে পরছে । মেধাবী শিক্ষার্থীরা পড়াশুনা থেকে যদি পিছিয়ে পরে তবে ভবিষ্যতে দেশ গঠনে কারা ভূমিকা রাখবেন। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়ার জন্য অভিভাবকরা জোর দাবি করেন।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক অভিভাবকরা অংশগ্রহণ করেন।