দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার না করা এবং ঔষধের দোকানে মেয়াদ  উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অসৎ উদ্দেশ্যে দোকানে মজুদ রাখা, মানুষ এবং পশু চিকিৎসার ঔষধ একই সাথে বিক্রয় করার অপরাধে মোট ১১হাজার ৫০টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ৬ ডিসেম্বর বিকেলে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার দাউদপুর বাজারে অভিযান পরিচালনা করে মুখে মাস্ক না পরে হাট-বাজার ও জন সমাগমে চলা ফেরার অপরাধে বিভিন্ন জনের কাছে ১হাজার ৫০টাকা এবং বাজারের উমা-উদয় ফার্মেসীর মালিক মোঃ আনারুল ইসলামের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা আদায় করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুন জানান, এমন অভিযান অব্যাহত থাকবে।